ধূমকেতু নিউজ ডেস্ক : পহেলা জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত না নিলে রাজপথ অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড় সংলগ্ন প্যাট্রল পাম্পের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা। সমাবেশের সঞ্চালনা করেন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী রবিউল আউয়াল।
সমাবেশে ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষামন্ত্রী বারবার আমাদের আশ্বাসের বাণী শোনাচ্ছেন। তিনি বলছেন, করোনা সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবেন। কিন্তু তার জন্য কোনো প্রস্ততি নিচ্ছেন না। শপিংমল গার্মেন্টস-দোকানপাট সব খোলা রয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে করোনার দোহাই দিচ্ছে।’
‘শিক্ষা মন্ত্রণালয়ের আচরণ দেখে মনে হচ্ছে করোনার উৎপত্তিস্থল এই শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমাদের কোনো অভিভাবক নেই। যাদের থাকার কথা সেই শিক্ষকরাই চাটুকারে পরিণত হয়েছে। আমাদের জন্য শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে দিতে কোনো কর্মকাণ্ড দেখতে পাচ্ছি না। ১ জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত না নিলে ছাত্র সমাজ আন্দোলনের মাধ্যমে সারাদেশের রাজপথ অচল করে দিতে বাধ্য হবে।’
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মারুফা প্রীতি বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার কারণেই আমাদের দেশের অনেক মেধা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। যখন দেশে যানবাহনসহ সকল কিছু স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে, তাহলে করোনার দোহাই দিয়ে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হচ্ছে?’
‘মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা কি এতোই ব্যর্থ যে, গত দেড় বছরে একটা মাত্র সেশনজট কমানোর সক্ষমতা আপনাদের হয়নি? এতোটা ব্যর্থ হলে শিক্ষামন্ত্রীর পদে থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না।’
শিক্ষার্থী মারুফা প্রীতি আরো বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষার্থী আত্মহত্যা করে। দিনের পর দিন এভাবে আশ্বাস না দিয়ে একবারেই বলে দিন শিক্ষাপ্রতিষ্ঠান আর খোলা হবে না। তাহলে আমরা যে যার মত কর্মক্ষেত্রে নেমে যাব।’
বাংলা কলেজের শিক্ষার্থী রেদোয়ান হোসেন বলেন, ‘আপনারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কী আদায় করতে চান তা আমরা শিক্ষার্থীরা বুঝিনা। তাই আপনাদের কাছে আকুল আবেদন অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আপনাদের কর্মপরিকল্পনা কি তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরুন। কিভাবে ভ্যাকসিন দেবেন, কবে নাগাদ ভ্যাকসিন দেবেন, কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন তা শিক্ষার্থীদেরকে জানান। আর তা না হলে সবকিছু যেভাবে স্বাভাবিক ভাবে চলছে সেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দিন।’
সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা প্যাট্রল পাম্প থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজের সামনে গিয়ে শেষ করে।