ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন আদায়ের অভিযোগ উঠেছে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে।
করোনা মহামারীর কারণে ২০২০ সালের ১৭ ই মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। যা প্রায় দের বছর পর ২০২১ সালের ১২ ই সেপ্টেম্বর খোলা হয়। আগামী ২৫ নভেম্বর বাউফলের বিভিন্ন স্কুলে প্রি-টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু পরীক্ষা নেয়ার জন্য কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের বেতন বাবদ গুনতে হচ্ছে ১২০০ টাকা এবং পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা। কিন্তু পার্শ্ববর্তী কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শুধু পরীক্ষার ফী বাবদ ২৫০ টাকা ছাড়া কোনো টাকা নেয়া হচ্ছে না। কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় এর বেশিরভাগ শিক্ষার্থীদের আর্থিক সংকটের কারণে এত টাকা দেয়ার মতো অবস্থা নেই।
এ বিষয়ে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় এর ১০ম শ্রেনীর ছাত্র মুনতাসির তাসরিপ জানান, “করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকলেও আমাদের কাছ থেকে অতিরিক্ত বেতন আদায় করা হচ্ছে। এর আগে ২০২০ সালের বেতন বাবদ ১০০ টাকা নেয়া হয়েছে। অথচ ২০২০ সালে আমরা কোনো ক্লাস ই পাই নি। ক্লাস না করেও এত টাকা দিতে আমাদের অভিভাবকগণ নারাজ। তাই এ বিষয়ে ব্যাবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুরোধ।”
সালমান রহমান জানান, “আমরা শুধু পরীক্ষার ফী এবং দুই মাসের বেতন ছাড়া অন্য কোনো টাকা দিব না।”