মোছাঃ আয়েশা আখতার রোজী :
শান্তশিষ্ট মেয়েটির নাম বিউলিবালা
মায়ের নাম তার খইমালা
বাপ যে তার মিষ্টিওয়ালা।
আদর যত্নে লালান করে
কেমনে দিবে পরের ঘরে
বুকের পাঁজর যায় যে ভেঙে
তারপরেও এক পাএ দেখে
বিবাহের দিন ধার্য করে।
ঢাক-ঢোল আর শানাই বাজে
বিউলিবালা আজ কোনের সাজে
বরের বাড়ির আলতা-ফিতা, শাড়ি, চুড়ি আর সবার আগে নাকফুল।
নইলে যে বিয়ে হবে না, কোনে বলবে না কবুল।
এরি মধ্যে শোনা গেল, নাকফুল আনতে তারা করেছে যে ভুল।
চারিদিকে হইচই, আর মস্ত বড় গোল।
বিয়ে বুঝি আজ ভেঙে যাবে,চারিদিকে হুলুস্থুল,
শেষমেশ শেকরার বাড়ি ছুটল তারা
নাকফুল এনে তবেই বিয়ে হলো সারা।
বিয়ের ছমাস পর হঠাৎ একদিন শাশুড়ী মায়ের চিৎকারে বউ হুমড়ি খেয়ে পড়ে।
শাশুড়ী বলে নাকফুল কই নাকে?
হারাই যদি কোনো ভাবে ভাত হবে না এই বাড়িতে।
আমার ছেলের কিছু হলে ছেড়ে দিবোনা কোনোভাবে।
শোনোনি কোনোদিনও নাকফুল হারালে স্বামীর অমঙ্গল হয়।
এই কথা শুনে বিউলিবালা, হলো যে উতলা।
এখানে ওখানে তন্নতন্ন করে খুঁজতে থাকে
অনেক খুঁজে অবশেষে খুঁজে পেল নিজের চুলে।
শাশুড়ী বলে ভাগ্য ভালো, ঘন কালো আর লম্বা তোমার কেশ
আমার ছেলের আয়ুখানি বাড়িয়ে দিলো বেশ।
লম্বা কেশি বিউলিবালার নাম করে সবাই
চৌধুরী বাড়ির বউ যে একদিন দেখতে এলো তাই।
নাকে তার চকচকে এক ডায়মন্ড নাকফুল
তাই দেখে বিউলিবালা হলো যে আকুল।
চৌধুরী বউ কথার কথা বললো তারে
দেবে নাকি গো তোমার চুল আমায় ধারে
ধার কেন গো নগদে দেব, দাও যদি তোমার চকচকে নাকফুল
এই বলে সে কেটে দিল তার লম্বা লম্বা চুল।
নাাকফুল যদি হয় স্বামীর জীবন!
চুল দিয়ে কি হবে?
নাকফুল বেশি চকচকে হলে
স্বামীর আয়ু বাড়বে তবে।
লেখক : মোছাঃ আয়েশা আখতার রোজী, রাজশাহী।