মোঃ আতাউর রহমান :
গুরুজনকে ঈদের শুভেচ্ছা, জানাই ভাই-বোনদের
আদর দিয়ে প্রীতি জানাই সকল কচি-কাচাদের।
বিশ্বমুসলিম-মুসলিম উম্মাকে জানাই ঈদের প্রীতি
মহানবী যা শিখিয়ে গেছেন, সেটাই মোদের রীতি।
ঈদ আসুক নীলাকাশ বেয়ে রঙ্গিন দোলা নিয়ে,
সবাই ভালো বাসবে সবার, কোলাকুলি দিয়ে।
ঈদ আসুক উড়ে উড়ে, শরতের কাশফুলের মত,
বহুদিন পর বন্ধুকে পেয়ে, আনন্দে বিমোহিত।
ঈদ আসুক ময়ুর হয়ে, রঙ্গিন পেখম মেলে,
ঈদ আসুক সবার মাঝে নির্মল হাওয়ায় দুলে।
ঈদ আসুক হিমালয় হয়ে, মেঘ-মালার বেশে,
সপ্তমাকাশের বাতাস আসুক,সোনার বাংলাদেশে।
ঈদ-আযহা মানে আত্মত্যাগ, হালাল টাকা দিয়ে,
হৃদয় থেকে কুরবানী করি,আল্লাহর নাম নিয়ে।
নিজে গোস্ত কম নিয়ে, বিলিয়ে দিবো স-ব,
তাকওয়া দেখে খুশি হবেন, মাফ করবেন রব।
মোঃ আতাউর রহমান, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার, গোদাগাড়ী, রাজশাহী।