মোঃ আতাউর রহমান :
মনে ছিল না আজ আমার
শ্রাবণ মাসের শুরু,
শ্রাবণ নিয়ে বিস্তর লেখেন
রবিন্দ্রনাথ কবিগুরু।
শ্রাবণ তবু মেঘ নেই আকাশে
নেই জমিনে পানি,
রেগেছেন কি দেখে আল্লাহ
মানুষের হানাহানি।
আষাঢ় মাস পেরুলো তবু
তৃষিত এ’ পৃথিবী,
বৃক্ষরাজীর মনে কষ্ট
ধুঁকে মরছে পল্লবী।
বর্ষাকালে বাদলা হলে
খুশি হয় ব্যাঙ,
সারারাত গলা উঁচিয়ে
গায় গ্যাং গ্যাং।
বাদলা পেলে বাগিচা খুশি
খুশি হয় ফুল,
মাঝিমাল্লা হয় খুশি
দেখে নদীর কুল।
শ্রাবণে হয় আকাশ কালো
মেঘ চড়াৎ চড়াৎ করে,
রাখালবাবু গরু নিয়ে
জলদি ঘরে ফিরে।
আনন্দ-বেদনার ঋতু বর্ষা
আষাঢ়-শ্রাবণ,
কখনও বিরক্তি আসে মোদের
কখনও ভরে মন।
তবুও আমরা নিরাশ নই
আল্লাহতাআলার নিকট,
শ্রাবণেও ভরে দিতে পারেন
মেঘ-বৃষ্টি বিকট।
লেখক : মোঃ আতাউর রহমান, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার, গোদাগাড়ী, রাজশাহী।