মোঃ আতাউর রহমান :
লেগেছে লেগেছে হাওয়া লেগেছে
ফাল্গুন এসেছে ঘরে,
বসন্তের অগ্রদূৎ কোকিল গাইবে
উঁচু উঁচু স্বরে।
বৃক্ষ মেলেছে রঙ্গিন ডানা
শতক দিয়ে ফুল,
নৌকা যেমন নদী সাজায়
আষাঢ়ে ভরে কূল।
শিমুল বলে, আমিই সেরা
ফুটেছি সবার আগে,
আমাকে নিয়ে গেয়েছে লতাজি
মধুর মধুর রাগে।
গোলাপ বলে অপেক্ষায় ছিলাম
শিমুল ভাইকে চেয়ে,
নিজ গন্ধ ছড়াব আমি
সবার গন্ধ নিয়ে।
মৌ বলে অপেক্ষায় ছিলাম
কোকিল ভাইয়ের আশায়,
দু’জন মিলে গাইব এখন
রংধনুর ভাষায়।
বসন্তের হাওয়া এসে গেছে
আকাশ থেকে বেয়ে,
দুনিয়াটা পরিস্কার করবে
ধুয়ে, মুছে, নেয়ে।
লেখক : মোঃ আতাউর রহমান, গোদাগাড়ী, রাজশাহী।