বাবুল চন্দ্র সূত্রধর :
ঘরে নারী বাইরে নারী, নারী ক্ষমতায়
সভ্যতার অগ্রযাত্রা নরনারী সমতায়।
জলে নারী স্থলে নারী, নারী অন্তরীক্ষে
নারীর সম-মূল্যায়নে সমাজ পায় রক্ষে।
কৃষিতে বাণিজ্যে তথা আয়ব্যয়ে সদা
নারীর অংশগ্রহণে হোক সমান মর্যাদা।
যার হাতে সুরচিত সভ্যতার বুনিয়াদ
যে শেখাল বলতে কথা, তাকে সাধুবাদ।
যার কোলে এলেন রাম রহিম যীশু বুদ্ধ
তার চরণের ধূলি মেখে আমরা হই শুদ্ধ।
শিক্ষা অর্থে স্বাস্থ্যে পেলে সম অধিকার
নারী হবে সর্বজয়া, রুখে সাধ্য কার?
সাথী শক্তি মাতৃরূপে এগিয়ে চল নারী
সুস্থ সমাজ বিনির্মাণে একযোগেতে লড়ি।
লেখক : বাবুল চন্দ্র সূত্রধর, গবেষক, মানবাধিকারকর্মী, গোদাগাড়ী।