ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : জাতীয় কবিতা পরিষদের সভাপতি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস আলী বলেছেন, ‘হে স্বাধীনতা’ কাব্যগ্রন্থ সব পাঠকের হাতে থাকবে। পাঠকেরা প্রতিটি কবিতার মধ্যে খুঁজে পাবে অধিকার আদায়ের মূলমূন্ত্র।
তিনি বলেন, অধিকার আদায় করে নিবে তাঁর কাব্যগ্রন্থ ‘হে স্বাধীনতা’। কবি বলেন, ‘নায্য অধিকার তারা আদায় করে নিবে হে স্বাধীনতা তুমি ফিরে দাও সব মানুষের অধিকার’। তিনি গত সোমবার ”দৈনিক সত্যের সন্ধান পত্রিকার সম্পাদক আনছার তালুকদার স্বাধীন ও রাজশাহী মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম চপলের হাতে কবি তুলে দিচ্ছেন ‘হে স্বাধীনতা” কাব্যগ্রন্থ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার প্রেসক্লাবের অর্থ সম্পাদক আইনুল হোসেন।
ইতিমধ্যে কবি তাঁর তৃতীয় গ্রন্থ ‘হে স্বাধীনতা’ দেশের বিভিন্ন লেখক, কবি, সাংবাদিকসহ বিভিন্ন প্রশাসনের হাতে তুলে দিয়েছেন এবং দেশের বাইরে ভারত, নেপাল ও ভুটানের লেখক, কবি ও সাংবাদিক নেতাদের হাতেও তুলে দিয়েছেন।