মোছাঃ আয়েশা আখতার রোজী :
কোন এক জৈষ্ঠের প্রারম্ভে
বেড়াতে গেলাম কজনা, নাটোরে,
দিঘাপতিয়া রাজবাড়ী ছিল গন্তব্য,
প্রবেশান্তে হয়ে গেলাম সবাই হতভম্ব।
কতকাল আগের স্থাপনা
দেখে যেন বোঝাই যায় না।
ছোট রানীর কুঠির, বড় রানীর ভবন,
রাজ দরবার, যেখানে বসে রাজা করত রাজ্য শাসন।
সবকিছু দেখে স্বপ্ন এলো মনে।
নিজেকে নিয়ে গেলাম সে রাজার আমলে।
রানীর বেশে আমি রাজকীয় সাজে,
কতশত দাস-দাসী চারপাশে,
হুকুম করলেই হাজির হয়ে, কুর্নিশ করে,
রাজা মশাই সকল সময় চোখে হারায় রানীরে।
হঠাৎ স্বপ্ন ভেঙে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে,
রওনা দিলাম দ্বিতীয় গন্তব্য রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে।
ঢুকে গেলাম কবিগুরুর মিউজিয়ামে,
সাজানো হয়েছে তাঁর অনেক সরঞ্জামে।
ভক্ত সাধক গাইছে রবীন্দ্র সংগীত আপন মনে,
আমি যেন তা শুনতে শুনতে চলে গেলাম কোন ধ্যানে,
কবি হয়েছি মস্ত বড় রবি ঠাকুরের মত,
গল্প কবিতা নাটক গান লিখেছি শত শত।
আমার লেখা ছড়িয়ে গেছে দেশে বিদেশে,
বিশ্বকবির পরে আরেকজনের লেখায় আবার বিশ্ব মেতেছে।
অশান্ত বিশ্বে শান্তির বাণী কেউ ছড়িয়ে দিয়েছে,
হঠাৎ সব সঙ্গী সাথী শুরু করলো ডাকাডাকি,
গড়িয়ে গেছে বেলা ফিরতে হবে বাড়ি,
চলো সবাই চলে এসেছে রিজার্ভ গাড়ি।
গাড়ির মধ্যে বসে স্বপ্ন বিলাসী মন দুঃখ বিলাসী হয়ে গেল।
এতক্ষণ যা ভেবেছি তার সবই যে স্বপ্ন ছিল।
লেখক : মোছাঃ আয়েশা আখতার রোজী, উপশহর, রাজশাহী।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew