মোহাম্মদ মোবারক হোসাইন :
মিনার থেকে শুনি যখন
ভেসে আসা সুর,
শুনতে ভালো লাগে তখন
হারায় অচিনপুর।
মিনার থেকে আল্লাহুর ধ্বনি
কানে যখন আসে,
মনটা আমার হারিয়ে যায়
আযানের ঐ জোশে।
মিনার থেকে মুয়াজ্জিন যখন
বলে আল্লাহু আকবার,
আল্লাহ একক সাক্ষ্য দিতেই
মন চায় বারেবার।
আল্লাহ ব্যতীত ইলাহ নেই
বলেন যখন সূরে,
মনটা আমার ভেসে বেড়ায়
দিকবিদিক ঘুরে।
এসো তুমি কল্যাণের দ্বারে
মুক্ত আছে দোর,
ফিরে আসো হে আগন্তুক
সামনে আছে গোর।
কবর দেশে পাড়ি দিতে
প্রস্তুতি নাও তুমি,
তাওবা করো প্রভুর কাছেই
তিনিই অন্তর্যামী।
লেখক : মোহাম্মদ মোবারক হোসাইন, (কবি, লেখক, প্রাবন্ধিক), নোয়াখালী।