মনিরুজ্জামান শেখ রাহুল :
অন্যায় বাড়ছে আজও জ্যামিতিক হারে।
জাগো যুবক, করো না আর বিশ্রাম।
মহাপ্রলয়ের জোয়ারকে রুখতে
এখনই করতে হবে সংগ্রাম।
এখন মিথ্যা প্রত্যাশা দিয়ে
অর্জিত হয় কুচক্রিদের স্বার্থ,
সেটা তো মস্ত অপরাধ।
উপড়ে ফেলো তাদের বিষদাঁত,
হোক এখনই প্রতিবাদ।
সকল অপরাধ ফুঁড়ে উঠেছে
সভ্যতার বুক চিড়ে।
হে যুবক, অপরাধীকে লুটিয়ে দাও
তোমার বিদ্রোহী তীরে।
কোথাও ঘটতে দেখলে অপরাধ,
কারো সাথে হতে দেখলে অন্যায়।
হোক সে আপনজন কিংবা অপরিচিত,
অনৈতিক কর্মের বিরুদ্ধে হোক প্রতিবাদ,
এটাই তো মানুষের নৈতিক দায়িত্ব।
ফল দেখেই বা কি লাভ!
যদি বৃক্ষের শিকড়ে থাকে ভুল।
অপরাধীর পূর্বে, সমাজ থেকে
অপরাধকে করো নির্মূল।
পাড়া, মহল্লা, গ্রামে তরুণেরা ছড়িয়ে যাক।
শিক্ষার আলো পৌঁছে দিক জনমনে।
অপরাধ হোক চিরতরে দূর,
তরুণেরা জেগে উঠুক এই দৃঢ় পণে।
অপরাধী আসবে কোথা থেকে?
যদি বিবেক সচল থাকে প্রতি হৃদয়ে,
সৃষ্টি উন্নত হবে ন্যায়ের জয়ে।
অপরাধ-অন্যায় কর্ম ম্লান হবে তখন।
শুয়োপোকা থেকে প্রজাপতির জন্ম যেমন।
লেখক : মনিরুজ্জামান শেখ রাহুল, রাজশাহী।