আদিত্য রহমান :
কোমল হাতে পেরেকের আঘাতে কাতরাচ্ছ
সেই আঘাত যেন আমার হৃদয়ে ধ্বনিত হয়।
যদি তোমার জীবন পিঠ দেওয়াল স্পর্শ করে
সেদিন যেন একটা কফিন বেশি বানানো হয়।
একসাথে কখনও পিচ রাস্তায় হাটা হয়নি
হয়নি ফুটপাতে এক কাপে দুটি ঠোঁট ছোঁয়া।
তবে কেন তোমার প্রতি এত মায়া চাড়া দেয়?
এত জনের ভিড় ঠেলে তোমার পানে ছুঁটে যায়
এত পথের মাঝে একটা পথেই পা বাড়ায়।
এ কি শুধু ভালোলাগা না কি অন্য কিছু
একি শুধু দুটি চোখের মায়া আর নিছক মোহ
নাকি কিছু গভীর সত্য লুকিয়ে আছে।
ভালোবাসি না বলতে কেউ যেন গলা চেপে বসে
তোমাকে ভাবতে গেলে কেমন শিহরিত হয়।
এমনটা কেন হয় তেমন কিছু নয় তো!
শুধু যে শরীরের হাত থাকে তা কিন্তু ঠিক নয়
মনেরও হাত থাকে অদৃশ্য শত সহস্র ।
তুমি আমাকে সে হাত দিয়ে বেঁধে রেখেছ।
লেখক : আদিত্য রহমান, শিক্ষক, রাজশাহী।