ধূমকেতু প্রতিবেদক :
হারিয়ে যাচ্ছো তুমি; ভয়ে কাঁপতে কাঁপতে কঙ্কালসার হয়ে যাচ্ছে-
মুষ্টিবদ্ধ পৃথিবী।স্বপ্নগুলো শুয়ে আছে মর্গের বিছানায়
উল্টোপায়ে দৌড়ে যাচ্ছে গণতন্ত্রের গভীরতম ড্রেন।
শূন্য গ্লাস হাতে দাঁড়িয়ে আছে তৃষ্ণার্ত প্রেমিক;মধ্যরাতে
জেগে ওঠা তারারা কখন ঘুমিয়ে যায়?বিরহ- অভিসারে
কে টেনে যায় পালতোলা অভিমানের খেয়া?বাহবা-বাহবা
ধ্বনিতে কতোদিন মুখরিতো হয় না পৃথিবী, হেসে কুটিকুটি
হয় না বিষাদময় সময়। কোমল হৃদপিন্ডে কেবল জ্বলজ্বল করে কাঁচা- কাঁচা ঘা।
ছাপাখানায় আর আলো আসে না; অন্ধকারে আটকে গেছে
জানালার খিল। দেবতার আসনে গলে গলে পড়ছে
মোমবাতির কান্না; জ্বলন্ত রক্তের বুদবুদ উঠছে
শঙ্খচিলের চোখে। অস্রের উল্লাসে নিস্তেজ
শিউলীতলার পুকুর ঘাট।
মানুষের পাপ-পূন্য, প্রেমের এঁটো-বাসন, শৃংখলিত
মাতৃভাষার কঠিন ব্যাকরণ, সব ঝুলে আছে
মোনালিসার চোখেমুখে, গাছের পাতায়
কুয়াশার চাদর, বিধবা নারীর পায়ে ফুলের ঘুঙুর
নীল অন্তর্বাসের তলা শাসন করে অযোগ্য মন্ত্রী।
লেখক : মারইয়াম মনিকা।