জান্নাতুল মাওয়া সিফা :
লক্ষ লাশের যন্ত্রণায় যখন বিদীর্ণ ভারাক্রান্ত স্বদেশ,
তখন নিজদেশের সন্তানরা যুদ্ধ বাধালো,
পঁচাত্তরের ১৫ই আগষ্ট একটি পরিবারের রক্তে ভাসলো দেশ,
একই বছরের ৩রা নভেম্বর জাতি হারালো
আরও চার বীর সন্তানদের,
শুধু শোক চারিদিকে,
স্বাধীন দেশের মাটি হলো লালচে বর্ণ,
পাক হায়েনাদের হাত থেকে এদেশকে বাঁচাতে
জীবনের ঝুঁকি নিয়েছিল যারা,
তাদের একজন স্বপরিবারে হলো নিস্তব্ধ
আর চারজনও হলো নির্মমতার শিকার,
এই কি তবে সোনার দেশ,
এর জন্যই কি ন’মাস রক্তোৎসর্গ করেছিল বাঙালি?
জাতি নির্বাক,স্তব্ধ, বাকরুদ্ধ,
কি-ই বা বলবে নিজেদের কুলাঙ্গার সন্তানদের হয়ে,
তবে কি জাতি ভুলে গিয়েছিল একাত্তরের সে শপথ
“এ দেশকে শত্রু মুক্ত করবোই ইনশাআল্লাহ।”
সব ভুলে নির্লজ্জ্বের মত বন্ধুক উঁচু করে
জাতিকে করলো মেধাশূণ্য।
ঘোলা চোখে কেঁটে গেল ২৮টি বছর,
অর্ধ অন্ধ রাষ্ট্র একদিন হঠাৎ ঠুকল রায়,
এখনো জাতি ভুলেনি সে রক্তাক্ত সময়গুলো।
ভুলেনি ১৫ই আগষ্ট, ভুলেনি ৩রা নভেম্বর জেল হত্যা দিবস।
লেখক : জান্নাতুল মাওয়া সিফা, শিক্ষার্থী, রাজশাহী।