আহসান হাবীব বুলবুল :
কে বা কারা জোরপূর্বক ঢুকালো ঢাকার জেলে,
চার নেতাকে ঘুমিয়ে দিলো বাংলা মায়ের কোলে।
বাংলা মায়ের চার রত্ন কোথায় হারিয়ে গেলো,
৩রা নভেম্বর কালো রাত্রিতে তাদের ছিনিয়ে নিলো।
সে দিন শহিদ হলেন চার নেতা ঢাকা কেন্দ্রীয় কারাগারে,
কোন চক্রের কুকান্ডে আজ হারালাম যারে।
জাতীয় চার রত্নের বহু অবদান রয়েছে বাংলার তরে,
বছর পেরোলে মনে পড়ে যায় ৩রা নভেম্বরে।
জাতির পিতার সহকর্মী ছিলেন চারজন,
বুলেটের আঘাতে ছিনিয়ে নিয়েছে তাদেরই জীবন।
কে বা তার কারণ দর্শায় কে দেয় দেশের কামলা,
কার ইশারায় সেই রাতে জেলে হলো হামলা।
নিশ্য হলো চারটি জীবন হারালো চার রত্ন,
হারিয়ে গেল বাংলা মায়ের ছিল গাঁথা যত স্বপ্ন।
দেশের লাগি নির্মম ভাবে হারালো যারা প্রাণ,
তাদের লাগি সারা জাতি কাঁদে, কাঁদে আমার প্রাণ।
চার রত্নের খুনের বিচার কোন ধারাতে হবে,
হাকিম নড়ে তো হুকুম নড়ে না জেনে রেখো সবে।
দেশের স্বপ্ন এইভাবে আজ ছিনিয়ে নিলো যারা,
দেশের শত্রু দশের শত্রু ছাড়া পাবেনা তারা।
আইনের গতি বেজায় দ্রুত জানুক বিশ্ববাসী,
আমার লেখা শেষ হোক এবার আমি আসি।
লেখক : আহসান হাবীব বুলবুল, রাজশাহী।