মোছাঃ আয়েশা আখতার রোজী
এ বিশ্ব চরাচর, এক পরিবার, এক বিধাতার সৃষ্টি
ভেদাভেদ যা কিছু সব মানুষের তৈরী ভিন্ন কালচার ও কৃষ্টি।
করোনা ভাইরাস এই দিক্ষায় দিক্ষিত করে বলছে বারে বারে,
“এক হও মানবজাতি, দাঁড়াও তোমরা এক কাতারে।”
মরিচীকার পেছনে গন্তব্যহীন পথ ধরে ছুটতে ছুটতে…
ক্লান্ত পথিকেরে থামিয়ে দিয়ে করোনা বলে, “খামোশ”
আর কত ছুটতে চাস? যা পেয়েছিস তাই খেয়েছিস
হালাল হারামের চিন্তা না করে।
ছোট একটা পেট, কুমির তো নয়…
হালাল খাবার অল্প খেলেই পেট ভরে যায়।
কোভিড-১৯ বলছে এসে ঘরে তোমরা থাকো বসে
মাথাটাকে ঠান্ডা করে চিন্তা ভাবনা করো ঠেসে
কী বিধানে চলতে হবে এই নিখিলের কঠিন পথে
এমন জীবন এমন মৃত্যু কেনো এলো!
ভাইরাস সে কেনইবা এত ভয় দেখালো?
দম্ভ যে ক্ষমতার কোথায় গেল তা দেখাও এবার দেখি?
লম্ফ ঝম্প যতই কর সবই তোমার মেকি।
এ এক বিশ্ব যুদ্ধ লেগেছে, এ যুদ্ধের অস্ত্র কোনো
ঢাল তলোয়ার নয়, নয় কোনো কামান, বন্দুক বা ক্ষেপনাস্ত্র।
একটাও কাজে লাগবে না কোষাগার ভরা নামি-দামি অস্ত্র।
কেবল অবরুদ্ধ দ্বার খুলো না তোমরা
নিচের সাথে লড়াই করে হাত ধৌও, পা ধৈৗও
আর মনকে ধুয়ে পরিশোধিত করো।
আজ তোমার কাজ তোমাকে ছুটি দিয়েছে।
তুমি করো হাতে হাত রাখতে পারবে না,
কারো পাশে এসে দাঁড়াতে পারবে না।
যদি কারো পাশে এসে দাঁড়াতে চাও, তবে তোমাকে
মুখে মাস্ক পড়ে, হাতে গ্লাফ্স পড়ে সারা শরীরকে আবৃত করে,
তবেই দাঁড়াতে হবে।
তোমার শরীর অসপৃশ্য হয়েছে, জগতের
সমস্ত কালো হাত সমস্ত সাদা হাতকে গ্রাস করেছে।
তাই তোমার হাত দুটিকে ধৌত করো ভালো করে
আর প্রতিজ্ঞা বদ্ধ হও,
খুন খারাপি, রাহাজানি, লুট তরাজ, গরীবের ধন চুরি…
আর আমরা করবো না।
নয়তো করোনার তান্ডব সব তছনছ করে দেবে
কেউ বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না।
লেখক : মোছাঃ আয়েশা আখতার রোজী, রাজশাহী।
কণ্ঠে : আতিয়া আখতার আনিকা।