ধূমকেতু নিউজ ডেস্ক : পরশুরামে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে চেয়ারম্যান হিসেবে শপথ নেন নুরুজ্জামান ভুট্টু। এর তিন দিন পর আদালত হত্যা মামলায় তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সোমবার বিকালে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা লোকমান এ আদেশ প্রদান করেন। রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক গোলাম জিলানী।
তদন্ত সংল্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর পরশুরামের দক্ষিণ কোলাপাড়া এলাকায় শাহজালাল বেকারির পাশে আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরীকে পিটিয়ে হত্যা করা হয়। মামলার পর পুলিশ হত্যার ঘটনায় জড়িত অভিযোগে ওমর ফারুক আজিজ, এনায়েত হোসেন আকাশ, মো. রাহিম ও জাহিদ হোসেন আরিফকে গ্রেফতার করে।
গত ৪ জানুয়ারি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে ঢাকার টঙ্গী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া একজন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
১৩ জানুয়ারি ভুট্টো ফেনী কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে চেয়ারম্যান হিসেবে শপথ নেন।