ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় ৩৯৩ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুল হালিম (৩৭) কে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে পাবনা জেলার সদর থানাধীন টিকরী এলাকায় অভিযাান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হালিম পাবনা জেলার সদর থানাধীন নাজিরপুর এলাকার ইউনুস প্রামানিকের ছেলে।
র্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন টিকরী সাকিনস্থ আক্তারের ঢাল মোড়স্থ জনৈক মোস্তফা (৩৫), পিতা মৃত মকবুল সরদার এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে আসামী আব্দুল হালিম (৩৭) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারের সময় আসামীর নিকট হতে ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।