ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী সোনামুল খন্দকার (৩৬) কে গ্রেপ্তার করেছে। এসময় তার নিকট থেকে আড়াই লক্ষাধীক টাকার হেরোইন ও ইয়াবা এবং নগদ টাকা উদ্ধার করেছে। এছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুমেল প্রামানিক (৩৬) কে এবং ১৫পিস নেশা জাতীয় এ্যাম্পলসহ রাব্বি মন্ডল (২৭) নামে এক জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামী সোনামুল খন্দকার উপজেলার পাগলির মোড় এলাকায় মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কালে আড়াই লক্ষাধীক টাকা মূল্যের ২৫ গ্রাম হেরোইন, ১০পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। সোনামুল উপজেলার দূর্গাপুর গ্রামের সমতুল খন্দকারের ছেলে। এপর্যন্ত তার বিরুদ্ধে মাদক, মারপিটসহ ১২টি মামলা রয়েছে।
অপরদিকে, শুক্রবার দুপুরে উপজেলার চকের ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস নেশা জাতীয় এ্যাম্পলসহ রাব্বিকে আটক করা হয়। দুপুরেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। রাব্বি উপজেলার চকবলরাম গ্রামের হেলাল মন্ডলের ছেলে। এছাড়া একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুমেল নিজ বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদে এদিন বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কুমেল উপজেলার খাজুরিয়া পাড়া গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে। গ্রেপ্তার তিন জনকেই সন্ধায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।