ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মানহানি মামলার খোঁজ নিতে আদালতে যান গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম। স্থানীয় আতিকুর রহমানের দায়ের করা মানহানির সিআর মামলায় পুলিশের প্রতিবেদন জমা দেয়ার তারিখ ছিল রোববার।
রোববার সকালে আদালতে হাজির হওয়ার খবর পেয়ে জাহাঙ্গীর আলমের সমর্থক ও নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক লোকজন হাজির হন।
এ সময়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে। মিথ্যা দিয়ে যেন কাউকে হয়রানি করা না হয়। শুধু আমি নই, কোনো সাধারণ মানুষকেও যেন করা না হয়।’
এখনও এই মামলায় জাহাঙ্গীর আলমকে সমন জারি বা তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি।
আগামী ৩০ মার্চ প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য করা হয়েছে।