ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলায় ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের সম্মতিতে বায়নাকৃত সম্পত্তি অভিনব উপায়ে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে জমির মালিক মতিউর রহমানের বিরুদ্ধে। মতিউর রহমান উক্ত উপজেলার টিএন্ডটি পাড়া এলাকার হামিদ-এর ছেলে।
তিনশত টাকা মূল্যের ষ্ট্যাম্প সম্বলিত বায়নানামা সূত্রে জানা যায়, জমির মালিক মতিউরের সাংসারিক কাজে নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় তা বিক্রয়ের মৌখিক ঘোষণা দিলে বায়নাকারী মনোয়ার হোসেন সাগরের জমিটি পছন্দ হয়ে যায়। যার প্রেক্ষিতে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের সম্মতিতে গত ১ লা জানুয়ারি, ২০২২ এলাকার গণ্যমান্য আনেক লোকজনের উপস্থিতিতে তিনশত টাকা মূল্যের ষ্ট্যাম্প সম্বলিত বায়নানামা পত্রে দু’জন সাক্ষীর সাক্ষর সম্বলিত উপস্থিতিতে ক্রেতা এবং বিক্রেতা জমির দামে একমত হয়ে সাক্ষর করেন। তাতে জমির মূল্য সর্বসম্মতিক্রমে ৭ লক্ষ টাকা ধার্য্য হলে ক্রেতা সাগর বায়না হিসেবে নগদ ১ লক্ষ টাকা জমির মালিক মতিউরকে বুঝিয়ে দেন এবং ৩১ জানুয়ারি, ২২ ইং এর মধ্যে বাঁকী ৬ লক্ষ টাকা পরিশোধ করে রেজিষ্ট্রি সম্পন্ন করার বিষয়ে কথা পাকা হয়। কিন্তু সম্প্রতি অভিযোগ ওঠে, বায়নাকৃত ঐ জমিটি মতিউর রহমান অন্য আরেকজনের নিকট বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছেন। এবং মূল বায়নাকারী মনোয়ার হোসেন সাগর জানতে পেরে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে মতিউর তাকে এড়িয়ে যেতে থাকেন এবং একপর্যায়ে বলতে থাকেন যে, ওসব বায়নানামার কোন দাম নেই।
এ বিষয়ে মতিউরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বায়নানামা পত্রের সত্যতা স্বীকার করে তিনি জানান, এ বিষয়ে দ্রুতই আলোচনায় বসে একটা সিদ্ধান্ত নেবো। বিষয়টির সুরাহা করে দেওয়া হবে।
বায়না নিয়ে সেই জমি আবার অন্যত্র বিক্রয়ের পাঁয়তারার অভিনব প্রতারণার বিষয়টি ইতমধ্যে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। বায়নানামা পত্রে উল্লেখিত চুক্তি মোতাবেক জমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তর করা হোক, এমনটাই দাবী করেছেন ভূক্তভোগী এবং এলাকার সচেতন মহল।