ধূমকেতু প্রতিবেদক, রাবি : আসন ফাঁকা থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তির সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, এবছর আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে সম্পন্ন হয়েছে। যার কারণে শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি বাতিল করে চলে যাচ্ছে। যার ফলে এখনও অনেক আসন ফাঁকায় ভর্তির সময়সীমা ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানান, আসন ফাঁকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গতকাল দুপুর পর্যন্ত ‘এ’ ইউনিটে ৬৭টি, ‘বি’ ইউনিটে ২৫টি মিলে মোট ৯২টি আসন ফাঁকা ছিল। তবে ‘সি’ ইউনিটে কোন আসন ফাঁকা নেই ।
এর আগে প্রথম দফা ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। পরবর্তীতে দ্বিতীয় দফা ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। তৃতীয় দফায় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সিট ফাঁকা থাকায় চতুর্থ ধাপে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি সময়সীমা বৃদ্ধি করা হয়।