ধূমকেতু নিউজ ডেস্ক : নরসিংদীতে সহিংসতা ও টেঁটাযুদ্ধের মূলহোতা দুই চেয়ারম্যান ও আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি দু-নালা বন্দুক, ১টি পাইপগান, গুলি ও ডাকাতের কাজে ব্যবহৃত গাড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যলয়ে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও একই এলাকার আসাদুল্লা, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইবাল মানিক এবং ডাকাত দলের সদস্য শাহ্ আলম। এছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংদীর আমদিয়া ইউনিয়নের হুওরা বিলে সাদিরের মাছের ঘেরের পাড়ে টং ঘরের ভেতর ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ওসি মোঃ সৈয়দুজ্জামান তার দল নিয়ে ডাকাতদের ঘিরে ফেলে। এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা চালালে ওসি সৈয়দুজ্জামান ডাকাত শাহ্ আলমকে ঝাপটে ধরে। তখন শাহ আলম তার হাতে থাকা পিস্তলের বাট দিয়ে ওসির মাথায় সজোরে আঘাত করে। এতে গুরুতর জখম হন ওসি। পরে পুলিশ ডাকাতদের চারপাশ থেকে ঘিরে ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করে। ওই সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ছোরা উদ্ধার করা হয়।
অন্যদিকে নরসিংদীর ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে ১টি বিদেশি পিস্তাল, ১টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের সহিংসতা ও টেঁটাযুদ্ধের মূলহোতা চেয়ারম্যান জাফর ইবাল মানিককে ১টি দুইনালা বন্ধুক ও ৪টি কার্তুজ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। আধিপত্য বিস্তার ধরে রাখতে এলাকার লোকজনকে বিভক্ত করে আসছেন চেয়ারম্যান মানিক। সর্বশেষ গেল শুক্রবার আধিপত্য টিকিয়ে রাখতে প্রতিপক্ষের ওপর হামলা চালায় চেয়ারম্যান মানিক ও তার সমর্থকরা। ওই ঘটনায় ২ জন নিহত হয়।
এছাড়া নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের সহিংসতা ও টেঁটাযুদ্ধের মূলহোতা বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও আসাদুল্লাসহ তাদের সহযোগীদের গ্রেপ্তার করেছে পুলিশ।