ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় অবৈধভাবে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহের সরঞ্জামাদিসহ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারী) পাবনা জেলার সদর থানাধীন গাছপাড়া বাইপাস মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম হালিম হোসেন (২৭)। সে পাবনা জেলার সদর থানাধীন ছোট মনোহরপুর এলাকার বজলুর রহমানের ছেলে।
র্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ৩ ফেব্রয়ারি রাত ৮ টার দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন গাছপাড়া বাইপাস মোড়স্থ মান্নান মার্কেটের আসামীর মালিকানাধীন কম্পিউটার ইলেকট্রনিক্স এন্ড মোবাইল সরঞ্জামাদির দোকানে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষন ও সরবরাহের কাজে ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসসহ আসামী হালিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারের সময় আসামীর হেফাজত হতে একটি কম্পিউটার, কি-বোর্ড, মাউস, পেনড্রাইভ, কার্ডরিডার, ইউএসবি ক্যাবল ইত্যাদি মালামাল জব্দ করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক্স ডিভাইস এর মাধ্যমে যুব সমাজের নিকট উক্ত পর্নোগ্রাফি সরবারাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।