ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
এর মধ্যে উপজেলার ৯ টি কলেজ থেকে এইচএসসিতে ৩২৭ জন, আলিম পরীক্ষায় ১ জন ও এইচএসসি (বি.এম) পরীক্ষায় ৫৯ জন জিপিএ -৫ পেয়েছে।
এইচএসসিতে এবার সর্বোচ্চ ১৮৮ টি জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থানে রয়েছে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ। ২৮ টি জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ এবং ২৭ টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে চৌডালা জোহুর আহমেদ মিঞা কলেজ।
এছাড়াও এইচএসসি (বি.এম)পরীক্ষায় ৩৭ টি জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে গোমস্তাপুর টিবিএম কলেজ, ১৩ টি জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রহনপুর পূনর্ভবা টিবিএম কলেজ ও ৯ টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে রহনপুর টিবিএম কলেজ।
এছাড়া আলিম পরীক্ষায় উপজেলায় একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে প্রসাদপুর কামিল মাদ্রাসা।