ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের আলোচিত নায়িকা মৌ খান। এরইমধ্যে সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে সবার নজর কেড়েছেন তিনি। সম্প্রতি শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ।
মৌ জানান, এ ছবির নাম ‘জ্বলছি আমি’। শাপলা মিডিয়ার ব্যানারে এটি নির্মাণ করছেন রাজু চৌধুরী৷
সিনেমাটিতে মৌকে দেখা যাবে দুই নায়কের বিপরীতে৷ নায়ক দুজন হলেন দেশ ও শাকিল।
মৌ বলেন, ‘অনেকদিন পর একটি নতুন ছবির কাজ শুরু করলাম। এর গল্পটি বেশ ইউনিক। আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। কাজ করে আনন্দ পাচ্ছি। আশা করছি একটি ভালো সিনেমা উপহার দিতে পারবো সবাইকে।’
মৌ জানান, সাভারে অভিনেতা ডিপজলের বাড়িতে চলছে এই সিনেমার শুটিং।