ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকের রাইহোগ্রামে রোববার বিকেলে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কৃষি পরামর্শ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার ড. বিমল কুমার প্রামাণিক, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. পলাশ সরকার, মনিটরিং অফিসার (তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প) সাজ্জাদ হোসেন।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সীমা কর্মকার।
আরও উপস্থিত ছিলেন, অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম, ইব্রাহীম খলিল, প্রদর্শনী কৃষক শামসুজ্জোহা ওরফে মিন্টুসহ ৮০ জন কৃষক ।