ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপঙ্গাসি চাঁনপাড়া থেকে ইসলামাবাদ হাটপাঙ্গাসী সাইদিয়া দারুল উলুম মাদ্রাসা ও শ্রীদাসগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য সোজা কোনো রাস্তা না থাকায় ক্ষেতের কাঁচা আইল ধরে, বোরো ধান চাষাবাদ ও বর্ষার সময় কাঁদা-পানি মাড়িয়ে প্রায় সময় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে কোমলমতি মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের।
এছাড়া বিদ্যালয়টির পাশেই রয়েছে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহমাঠ, কবরস্থান সহ রয়েছে একটি এতিমখানা। এই ঐতিহ্যবাহী ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে তিনদিন ব্যাপি অনুষ্ঠিত হয় বিরাট ওয়াজ মাহফিল। যেখানে আশপাশের কয়েক জেলার মুসল্লীগণ অংশ গ্রহণ করে থাকেন।
সে ক্ষেত্রে অধিকাংশ মুসল্লিদের এই রাস্তাটিই ব্যবহার করতে হয়। কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে বিকল্প হিসেবে এক কিলো রাস্তার পরিবর্তে তিনকিলো রাস্তা ঘুরে অত্র প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত করতে হচ্ছে এ পথের শত শত শিক্ষার্থী ও হাজারো মানুষকে। তারপরেও উক্ত রাস্তাটি ইট বিছানো, রাস্তার মাঝে মাঝে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।
এব্যাপারে ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন, এ ব্যাপারে এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। তবে যেহেতু আমি আপনার মাধ্যমে জানতে পারলাম যে উক্ত স্থানে একটা নতুন রাস্তা দরকার। বিষয়টি আমার মনে থাকবে।
এদিকে নাহিদ নিউ মার্কেটের প্রতিষ্ঠাতা ও শ্রীদাসগাতী গ্রামের এনামুল হক বলেন, আমাদের এই এলাকা এখনও অবহেলিত একটি এলাকা। আমাদের এই স্কুল অথবা মাদ্রাসা থেকে গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া পর্যন্ত সোজা একটা সড়ক খুবই দরকার বলে আমি মনে করি। এখান থেকে সোজা কোনো রাস্তা না থাকায় চলাচলের চরম ভোগান্তির সিকার হতে হচ্ছে এ পথের স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী তথা জনসাধারণকে। এমতাবস্থায় অন্ততপক্ষে অত্রাঞ্চলের স্কুল-মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের কষ্টের কথা বিবেচনা করে উক্ত স্থানে একটি নতুন রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানিয়েছেন এ পথের শত শত শিক্ষার্থী ও হাজার হাজার জনসাধারণ।