ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাকালীন এবং তার পরবর্তী সময়ে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় দিন দিন টিসিবির পণ্যের চাহিদা বাড়ছে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সুলভে কিনতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবির ট্রাকসেলে মানুষের ভিড় প্রতিদিনই বাড়ছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে টিসিবিরি লাইনে দেখা গেছে মধ্যবিত্ত মানুষকেও।
দেশের সব মহানগর, জেলা, উপজেলার ডিলার পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি- পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করেছে সংস্থাটি। নিয়ম অনুযায়ী এখান থেকে একজন ক্রেতা সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল কিনতে পারেন।
২ কেজি ডাল, ২ কেজি চিনি, পাঁচ কেজি পেঁয়াজ ও দুই লিটার তেল নিয়ে প্যাকেজের দাম রাখা হচ্ছে ৬১০ টাকা।
দিন দিন ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় হিমশিম খাচ্ছেন ট্রাকে পণ্য বিক্রিকারীরা। তারা সাধ্যমত সবাইকে পণ্য দেয়ার চেষ্টা করেন বলে জানালেন। করোনাকালীন এবং তার পরবর্তী সময়ে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় দিন দিন টিসিবির পণ্যের চাহিদা বাড়ছে। যোগানের চাইতে ক্রেতার সংখ্যাই বেশি। অনেক নিম্নবিত্ত আয়ের মানুষের ভরসা এখন টিসিবির পণ্য। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে টিসিবিরি লাইনে দেখা যাচ্ছে মধ্যবিত্ত মানুষকেও।