ধূমকেতু নিউজ ডেস্ক : হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে আইপিএলে টানা চারটি ম্যাচ খেলতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। সেই ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মাকে রাখা হয়নি ভারতীয় দলে। দেয়া হয়েছে বিশ্রাম। যদিও বলা হয়েছে, তাদের অবস্থা দেখা হচ্ছে। যদি কোনো উন্নতি ঘটে, তাহলে হয়তো বা আবার দলে নেয়া হবে তাকে।
কিন্তু এরই মধ্যে রোহিত শর্মার দল থেকে বাদ পড়া নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে জোর গুঞ্জন। অনেকেই এর মধ্যে ষড়যন্ত্র তত্ব খুঁজে বের করেছেন। কেউ কেউ বলছেন, বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বের কারণেই হয়তো ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়েছেন তিনি।
এই ষড়যন্ত্র তত্ব সামনে আসার পরই জোর গুঞ্জন শুরু হয়েছে, আসলে রোহিত শর্মার অবস্থা কি? সত্যি সত্যি তিনি ইনজুরিতে? নাকি তাকে এমনিতেই বাদ দেয়া হয়েছে।
এরই মধ্যে মঙ্গলবার আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হওয়া ম্যাচে খেলতে নেমেছেন রোহিত শর্মা। সবার জ্বল্পনা-কল্পনাকেই হয়তো দুর করে দিয়েছেন তিনি। হয়তো খেলতে নেমেই জানিয়ে দিলেন, ‘আমি ফিট আছি।’ যদিও ব্যাট করতে নেমে করেছিলেন কেবল ৪ রান।
অন্যদিকে, রোহিতের মাঠে খেলতে নামা দেখে তুমুল ক্ষেপেছেন ভারতের সাবেক ক্রিকেটার দিলিপ বেঙসরকার। তিনি বলেন, ‘এখন প্রশ্ন হল, রোহিতের কাছে কি জাতীয় দলের হয়ে খেলার চেয়ে আইপিএলে খেলা বেশি গুরুত্বপূর্ণ? দেশের থেকে ক্লাব কি বেশি গুরুত্ব পেয়ে গেল? বিসিসিআই এই ব্যাপারে কী করে সেটাই দেখার। বোর্ডের ফিজিও কী রোহিতের চোট ঠিক মতো ধরতে পারেননি?’
কিন্তু সুনিল গাভাস্কার মনে করছেন, আইপিএলে খেলতে নামা মানে হচ্ছে রোহিত এখন পুরোপুরি ফিট। তার ফিট থাকার অর্থ ভারতীয় ক্রিকেট দলের জন্য বিরাট এক সুখবর এটা। তিনি বলেন, ‘রোহিতের ইনজুরি সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাচ্ছিলাম না। অবশেষে তিনি ক্রিকেটে ফিরে এসেছেন, মানে হচ্ছে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ এক সুখবর।’
এরই মধ্যে আবার বড় বিতর্ক বাধিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরের দল থেকে রোহিতকে বাদ দেয়া প্রসঙ্গে রবি শাস্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, রোহিতের শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানেন না।
শাস্ত্রী বলেন, ‘আমি নির্বাচক কমিটির অংশ নই। কাকে দলে নেয়া হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে আমি কিছুই জানি না। ইনজুরির কারণে রোহিতকে নেয়া হলো কি হলো না, সে সম্পর্কেও আমি অবগত নেই। মোট কথা, রোজিতের শারীরিক অবস্থা সম্পর্কে আমি কিছুই জানি না।’
রবি শাস্ত্রীর বক্তব্যে বোঝা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের অভ্যন্তরে কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। সৃষ্টি হয়েছে বিশাল এক ফাটল। যদিও সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ কোনোভাবেই রবি শাস্ত্রীর কথা মানতে নারাজ। তিনি বলে দিয়েছেন, ‘দলের প্রধান কোচ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজনের শারীরিক অবস্থা জানেন না, এ বিষয়টা কোনোভাবেই গ্রহণ করার মত নয়।’
শেবাগ তো সরাসরি বলে গিয়েছেন, রবি শাস্ত্রী নির্বাচক কমিটির অংশ না হতে পারেন। কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে নিশ্চিত, তারা তো কোচের সঙ্গে কথা বলেছেন। তাহলে কেন তিনি বলছেন, রোহিতের অবস্থা সম্পর্কে জানেন না?’
সর্বশেষ অবশ্য একটা সমাধানের চেষ্টা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি জানিয়ে দিয়েছেন, ফিট থাকলে অবশ্যই অস্ট্রেলিয়া সফরে যাবেন রোহিত শর্মা। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে আমরা চাই সম্পূর্ণ সুস্থ রোহিতকে। সুস্থ হলে নির্বাচকরা নিশ্চয়ই ভেবে দেখবেন দলে তার জায়গা নিয়ে।’