ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের অবরুদ্ধ দুটি শহর থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দিতে সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এরমধ্যে কৌশলগত বন্দরনগরী মারিয়াপোল রয়েছে।
রুশ মন্ত্রণালয় ঘোষণা করেছে, আজ ৫ মার্চ সকাল ১০টা থেকে রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করছে এবং মারিয়াপোল ও ভলনোভাখা শহর থেকে বেসামরিক লোকজনকে চলে যাওয়ার জন্য মানবিক করিডোর খুলে দেয়া হয়েছে।
রাশিয়ার রিয়া নিউজ এজেন্সি পরে জানিয়েছে, মস্কো সময় শনিবার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই করিডোর খোলা থাকবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজভ সাগরের তীরবর্তী বন্দরনগরী মারিয়াপোলে রাশিয়ার সেনাদেরকে গোলাবর্ষণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, মারিয়াপোল শহরের মেয়র ভাদিম বয়চেনকো বলেছেন, বেসামরিক লোকজনকে নিরাপদে শহর ছাড়ার অনুমতি দেয়া ছাড়া সামনে কোনো বিকল্প নেই। তিনি বলেন, এই সিদ্ধান্ত কঠিন হলেও আপাতত মেনে নিতে হচ্ছে।
এদিকে, মারিয়াপোল সিটি কাউন্সিল অভিযোগ করেছে যে, রাশিয়ার সেনারা পুরোপুরি যুদ্ধবিরতি মানছে না। তবে এ ব্যাপারের রাশিয়ার তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।