ধূমকেতু নিউজ ডেস্ক : যশোরের বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহিন হোসেন (৪৫) ও আশরাফুল ইসলাম (৩৫)। মহিন হোসেন শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে ও আশরাফুল ইসলাম একই গ্রামের আ. খালেকের ছেলে।
নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমির হোসেন জানান, রাতে শার্শার শ্যামলাগাছি রাজনগর নামক স্থানে দুইটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই মহিন ও আশরাফুল নামে দুই আরোহী মারা গেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।