ধূমকেতু প্রতিবেদক, পাবনা : অবৈধ নিয়োগ বাতিল, উপাচার্যের অনিয়ম দুর্নীতির তদন্তসহ সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রোস্তম আলীর বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা ঝঁড়ু মিছিল বের করে ক্যাম্পাস চত্বরে প্রদক্ষিণ করে পথ সমাবেশ মিলিত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গত চার বছরে বিম্ববিদ্যালয়ের উপাচার্য ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। নিজে নিয়োগ বোর্ডের সভাপতি হয়ে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে নিজের ভাতিজি কানিজ ফাতেমা, ভাগিনা হাসিবুর রহমান, ভাইয়ের ভায়রার ছেলে মীর রমজানসহ কয়েকজন আত্মীয়কে নিয়োগ দিয়েছেন। এসব অবৈধ নিয়োগ বাতিলসহ গণনিয়োগ বন্ধের দাবি জানান তারা।
এছাড়াও উন্নয়ন প্রকল্পের কমিশন, ভুয়া ভাউচার কের টাকা লোপাট, বইক্রয়ে হরিলুটসহ উপাচার্যের নানা অপকর্মের অভিযোগ এনে তার তদন্ত দাবি করেন শিক্ষার্থীরা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সেশনজট মারাত্মক আকার ধারণ করেছে উল্লেখ করে সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবি করেন শিক্ষার্থীরা। উপাচার্যের আজ ৬মার্চ তার মেয়াদ কাল শেষ হয়ছে।