ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে খড়ের পালায় অগ্নিকান্ডের ঘটনায় দু’পক্ষের মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জিকরুল হাসান (৩০) নামের এক পুলিশ সদস্যের মাথায় আঘাত লেগে আহত হয়েছেন।
রোববার বেলা ১১ টায় উপজেলার নশরতপুর ইউপির লক্ষীপুর গ্রামে ঘটনাটি ঘটে৷
জানা গেছে, শনিবার দিবগত রাত ১১টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় কৃষক আব্দুল কাদের ছেদ্দার ৭০ বিঘা, প্রতিবেশি ইশানুরের ২০ বিঘা, এমদাদুল হকের ১৫ বিঘা, তহিদুল ইসলামের ৫ বিঘার ও আল আমিনের ৪ বিঘাসহ মোট ১১৪ বিঘা জমির ধান মাড়াই করে একটি উঠানে ৯টি খরের স্তুপ করে রাখা ছিল।
এসব খড়ের মূল্য প্রায় ২লক্ষ ৩৮ হাজার টাকা৷ খড়ের স্তুপে কে বা কারা অগ্নি সংযোগ করে। গ্রামের লোকজন খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছলে সেখান থেকে ওই গ্রামেরই মজিদ ও তার ছেলেকে দেখতে পায়৷ এতে গ্রামের লোকজন তাদের প্রতি সন্দেহের সৃষ্টি হলে মারপিট করে। ওই রাতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেই জেরে পরের দিন রোববার সকালে আহত পক্ষের সালাম ও মহসিন পথরোধ করে রুবেল ও সেগুণকে পাথর মেরে আহত করে।
আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মাজহারুল ইসলাম জানান, তারা প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ পরেরদিন রবিবার অগ্নিকান্ডের ঘটনা নিয়ে ওই গ্রামের দুই পক্ষের মারপিট ও উভয়য়ের মধ্যে লাঠি সোডা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে আব্দুল কাদের ছেদ্দা বলেন, রুবেল ও সেগুণ আমাদের পক্ষের লোকজন। তারা সকালে নশরতপুর বাজার থেকে ফেরার সময় পথরোধ করে পাথর মেরে আহত করায় তাদের সাথে সংঘর্ষ বাঁধে৷ হট্টগোল শেষে আমাদের লোকজন রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিল৷ এমন সময় পুলিশ এসে আমাদের এক লোককে লাঠি দিয়ে মারতে শুরু করে৷
ঘটনাস্থলে যাওয়া আদমদীঘি থানার এএসআই মশিউদ্দীন বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ওই গ্রামে যাই। এসময় আব্দুল কাদের ছেদ্দা ও তার গ্রুপের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে জিকরুল হাসান নামের এক পুলিশ সদস্যের মাথায় আঘাত লেগে আহত হন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে৷ এঘটনায় আমি নিজেও আহত হয়েছি৷ বর্তমানে আহত জিকরুলকে আদমদীঘি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযুক্তরা সবাই পালাতক থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন করা হয়েছে৷ দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য সহ বেশ কিছু লোকজন আহত হয়েছে। তবে এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি।