ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (১২ মার্চ) বিকালে জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামরুজ্জামান হেনা এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করেন।
গত ৬ মার্চ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন।
মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কমিটি ঘোষণা করেন।
তারই ধারাবাহিকতায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংঘঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, মুরাদুল ইসলাম মুরাদ, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ডলি খাতুন।
আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আল আমিন বিশ্বাস, অধ্যাপক আব্দুল মান্নান, আজাহারুল ইসলাম বাবলু, হযরত আলী, বাবলু হোসেন, অধ্যক্ষ আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, আব্দুর সবুর মাস্টার, ছাত্রলীগের সাধারন সম্পাদক মোর্শেদ আলী প্রমুখ।