ধূমকেতু নিউজ ডেস্ক: উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ট্রেইলব্ল্যাজার্স ও ভেলোসিটি। প্রথমে ব্যাট করতে নেমে ভেলোসিটি পড়ে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে। ১৫.১ ওভারে মাত্র ৪৭ রানে অলআউট হয় দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটের জয় পায় সালমা খাতুনের দল ট্রেইলব্ল্যাজার্স।
|আরো খবর
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভার ১ বল খেলে মাত্র ৪৭ রান করতেই অলআউট জাহানারার দল ভেলোসিটি। দলের হয়ে দুই অঙ্কে পৌঁছাতে পারেন কেবল শেফালি ভার্মা এবং শিখা পান্ডে। এরমধ্যে সর্বোচ্চ ১৩ আসে শেফালির ব্যাট থেকে। শেষ ব্যাটসম্যান হিসেবে নামা জাহানারা করেন মাত্র ১ রান।
অভিষেকে ২ ওভারে মাত্র ৪ রান দিলেও কোনো উইকেট পাননি সালমা। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেনে সোফি ইচ্চলেস্টন। এই ইংলিশ ক্রিকেটার খরচ করেন মাত্র ৯ উইকেট। এছাড়াও ঝুলন গোস্বামী এবং রাজেস্বরী গায়কোয়াড় নেন ২টি করে উইকেট।
৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ ওভার ৫ বলে নয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সালমার দল ট্রেলব্লেজার্স। দলটির পক্ষে ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার দিয়ান্দ্রো দোত্তিন ২৮ বলে অপরাজিত ২৯ রান করে ট্রেলব্লেজার্সের জয় নিশ্চিত করেন। ভেলোসিটির হয়ে আগের ম্যাচে ২ উইকেট পাওয়া জাহানারা অবশ্য এদিন বোলিংয়ে আসেননি।