ধূমকেতু নিউজ ডেস্ক: ভোট জালিয়াতির অভিযোগে মামলার করবে রিপাবলিকানরা।বিবিসি জানিয়েছে, নেভাদার রিপাবলিকান পার্টি নিশ্চিত করেছে যে কথিত ভোট জালিয়াতির অভিযোগে তারা মামলা দায়ের করতে যাচ্ছে।
তাদের দাবি, প্রায় ১০ হাজার লোকের ভোট পড়েছে যারা এখন আর ওই অঙ্গরাজ্যের বাসিন্দা নয়।
ভোটের জন্য নিবন্ধিত সব প্রাপ্তবয়স্কদের সবাইকে আগাম ব্যালটপত্র পাঠিয়েছিল যে ক’টি অঙ্গরাজ্য নেভাদা তাদের মধ্যে একটি।
নির্বাচনী প্রচারাভিযানের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং বলেছিলেন যে এতে জালিয়াতির সুযোগ রয়েছে।
তবে ট্রাম্প যা-ই দাবি করুন না কেন এবারের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।
এর আগে গুরুত্বপূর্ণ চারটি রাজ্য জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে ভোট গণনা বন্ধ করতে মামলা করেছে ট্রাম্প শিবির।
ট্রাম্প শিবিরের অভিযোগ, রাজ্যটির চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তূপে নির্ধারিত সময়ের পর আসা ৫৩টি ব্যালট যুক্ত করেছেন একজন ভোট গণনাকর্মী।