ধূমকেতু প্রতিবেদক : নগরীর সাতটি কেন্দ্রে গতকাল শুক্রবার সুষ্ঠুভাবেই মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের এই ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ ছাড়াও রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী সরকারী সিটি কলেজ, রাজশাহী সরকারী মহিলা কলেজ এবং রাজশাহী সরকারী মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা গ্রহণ করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী জানান, সাত কেন্দ্রে সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১১ হাজার জন। এরমধ্যে ২২১ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা ঘটেনি।