ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ৭ নভেম্বর শনিবার বেলা ১১টায় গাবতলী বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।
নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন রশিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাকারিয়া, একরামুল হক মন্টু, পাড়ইল ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফিউল্লাহ সোনার।
নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মোখলেছার রহমান, সামাদ সোনার, আইনুল হক মেম্বার, আসাদুল হক আলো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাথী, যুগ্ম আহবায়ক নবীজুল ইসলাম, গোলাম মোর্শেদ, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির, সাধারণ সম্পাদক আল-মামুন, সাংগঠনিক সম্পাদক মোন্তাজুর রহমান, নিয়ামতপুর সদর বিএনপির সভাপতি ও সাবেক মেম্বর আলহাজ্ব আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি সাইফুদ্দিন, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল হক, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বর আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর রেজাউল করিম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান মিলন, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মেম্বর জাকির হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুর রাসেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভ, চন্দননগর কলেজ ছাত্রদলের আহাবয়ক রায়হান কবির, সদস্য সচিব আবু সাইদ সোহাগ, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক সুজন রহমান, মেয়াদুল পার্থ, রায়হান কবির, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহাবয়ক সাফিউল রহমান, যুগ্ম আহŸায়ক নয়ন আলী, সদস্য সচিব আকাশ, উপজেলা ছাত্রদল নেতা ইনসান, নাহিদ, সজিব, মশিউর রহমান, মেহেদী হাসান পাভেলসহ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহজাহানের সহধর্মীনি রহিমা শাহজাহান করোনা আক্রান্ত হওয়ায় তাদের সুস্থতার জন্য দোয়া করা হয়।