ধূমকেতু নিউজ ডেস্ক : ১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধিনস্থ শীতলমাঠ ও রাধানগর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার অসহায়, গরীব, হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে শনিবার ত্রাণ সামগ্রীসহ সেলাই মেশিন, ছাগল ও ভ্যান বিতরণ করা হয়েছে।
১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধিনস্থ শীতলমাঠ ও রাধানগর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার ৭শ জন অসহায়, গরীব, হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী পরস্পরের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যাকাত তহবিল হতে প্রাপ্ত ৩টি সেলাই মেশিন, ১টি গবাদি পশু (ছাগল) এবং ১টি ভ্যান প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি, ১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি এবং উপ-অধিনায়ক মেজর এএসএম রবিউল হাসান।