ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা বার্ষিক উন্নয়ণ কর্মসূচি (এডিপি/রাজস্ব) খাতের আওতায়, পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়ে।
ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম নান্নুর আয়োজনে ও পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের শরীর চর্চা শিক্ষক ওমর আলী সেখ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী (এল জি ইডি) তামান্না রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সার্ভেয়ার (এল জি ইডি) কনক লতা, ইউপি সচিব রেজাউল করিম, নুরসাইদ সরকার, খোসবার সেখ, সবুজ সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অত্র ইউনিয়নের চেয়ারম্যাণ অধ্যাক্ষ রফিকুল ইসলাম নান্নু এসময় তিনি মুজিব বর্ষের গুরুত্ব এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।