ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে রানিং স্টাফদের কোন প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘট আহবান করায় চাঁপাইনবাবগঞ্জে রহনপুর রেলষ্টেশনে যাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছে।
বুধবার (১৩ এপ্রিল) সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার এবং গার্ডরা কোন প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ করে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানানোয় ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশনে শত শত যাত্রী আটকা পড়ে। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
এদিকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এক পর্যায়ে যাত্রীরা উত্তোজিত হয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ প্রসঙ্গে রহনপুর স্টেশন মাষ্টার মির্জা কামরুল ইসলাম জানান, রানিং স্টাফদের ধর্মঘটের কারনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ওই ট্রেনের যাত্রী আঃ রাকিব জানান, আমি রোগী নিয়ে রাজশাহী যাব। ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। শেষ মুহূর্তে বলা হয় ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ট্রেন যাবে না।
রহনপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমান অপর যাত্রী আসাদ জানান, বাংলা নববর্ষের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ভোরে স্টেশনে এসেছি। এসে দেখি ট্রেন বন্ধ। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে যাব দুশ্চিন্তায় পড়েছি। আসাদের মতো অনেকই হঠাৎ ট্রেন বন্ধের সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।