ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে কৃষকের মাঝে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তায় এবং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পৌরসভার ভবানীপুর গ্রামের কৃষক শেখ নাজমুল হোসাইনকে সরকারি ভর্তুকিতে এ কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ যন্ত্র বিতরণ করেন পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন ও পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ কম্বাইন হারভেস্টার দিয়ে ১ ঘন্টায় প্রায় ১০০ শতাংশ জমির ধান/গম কেটে মাড়াই, ঝাড়াই করে বস্তাবন্দী করা যায়। ডিজেল লাগে মাত্র ৮-১০ লিটার। শুকনো ও কাঁদা উভয় জমিতেই চালানো উপযোগী। এবং শুয়ে পরা ধান সহজেই কাটা যায়।