ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসবী সামাজিক সংগঠন সোনালী স্বপ্ন’র উদ্যোগে রমজানের গুরুত্বও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ইফতার মাহফিল ও টি-শার্ট বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠনের প্রধান সমন্বয়ক আসাদুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে রমজানের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শহীন চাঁন মোহাম্মদ বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন, আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, চট্টগ্রাম কাস্টম ক্লিরিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টর এর ব্যবস্থাপনা পরিচালক মোখলেছার রহমান, মাওলানা সোলাইমান হোসেন চৌধুরী, সঞ্চালক শামিম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।
পরে সোনালী স্বপ্নের সকল সদস্যকে টি-শার্ট প্রদান করেন প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।