ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদক সেবনের দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মে) বিকেলে উপজেলার আদমদীঘি ও সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মাহবুবা হক এই রায় প্রদান করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতে সান্তাহার ইয়াড কলোনীর সেকেন্দার আলীর ছেলে আশিক (২৫) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড সান্তাহার কুসকুড়ি পাড়ার মনিরুল হকের ছেলে এনামুল হক চঞ্চল (৩৮) কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং সান্তাহার হাউজিং কলোনির আব্দুল রহমানের ছেলে সোহেল (২৫) কে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার (খ) সার্কেলের উপ-পরিদর্শক শামীমা আক্তার জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার আদমদীঘি ও সান্তাহারের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অপরাধে তিন জনকে আটক করা হয়।