ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার গাবতলী উপজেলায় শামীম হোসেন (২৪) নামে নিখোঁজ এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার সোনাকানিয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম হোসেন গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের শাহাদাত হোসেনের ছেলে। তিনি পেশায় দাদন ব্যবসায়ী।
গাবতলী সার্কেলের সিনিয়র এএসপি সাবিনা ইয়াসমিন জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের ক্লু মেলেনি। তবে তার দাদন ব্যবসার লেনদেন ও নারী ঘটিত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টির তদন্ত চলছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শামীম হোসেন দাদন ব্যবসা অর্থাৎ সমিতির মাধ্যমে সুদে টাকা ধার দিতেন। তিনি একই গ্রামে নানা সামাদ পাইকারের বাড়িতে বসবাস করতেন।
শামীম গত ৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। কোথাও খুঁজে না পাওয়ায় তার মামা ও ব্যবসায়িক পার্টনার মহিদুল ইসলাম পর দিন গাবতলী থানায় সাধারণ ডায়েরি করেন।
সোমবার সকালে নানাবাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সোনাকানিয়া বিলে কচুরিপানার মধ্যে তার পচন ধরা মরদেহ পাওয়া যায়।
গাবতলী থানার এসআই আবদুল খালেক জানান, নিহত শামীমের গলাকাটা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মামা মহিদুল ইসলাম জানান, ভাগ্নে সমিতির মাধ্যমে দাদন ব্যবসা করতেন। টাকা লেনদেন নিয়ে কিছু ব্যক্তির সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। তার ধারণা, এ কারণে শামীমকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
গাবতলী সার্কেলের সিনিয়র এএসপি সাবিনা ইয়াসমিন জানান, এটি ক্লুলেস মার্ডার। তার দাদন ব্যবসার লেনদেন ও নারী ঘটিতসহ কয়েকটি বিষয় নিয়ে তদন্ত চলছে। তিনি আশা করেন, শিগগিরই হত্যার রহস্য ও জড়িতদের শনাক্ত করা যাবে।