ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহে চলন্ত ভ্যানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল চালকসহ দুইজনের। শনিবার সকাল ৭টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চায়না মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদরের চর ঈশ্বরদিয়া এলাকার চর নিলক্ষীয়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে ভ্যানচালক শহিদ (৪৭) ও হারুনুর রশিদের ছেলে মিন্টু (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।
তিনি জানান, শনিবার সকালে একটি ভ্যানগাড়ি চালক এক যাত্রীকে নিয়ে নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ভ্যান চালকের উপর। এতে ভ্যান গাড়িটি উল্টে গেলে শহিদ তারে জড়িয়ে পড়ে এবং ছটফট করতে থাকে। ভ্যানচালক শহিদকে বাঁচাতে গিয়ে মিন্টু নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।