ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর রাণীনগর উপজেলার গোণা বাজার থেকে নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত মাত্র আধা কিলোমিটার রাস্তা পাকা করণের অভাবে হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। এক সময় এ রাস্তার গুরুত্ব খুব বেশি না থাকলেও আঞ্চলিক মহাসড়ক নির্মাণের পর এটি এখন জনগুরুত্বপূর্ণ রাস্তায় পরিণত হয়েছে।
জানা যায়, নওগাঁ থেকে আত্রাই হয়ে নাটোর পর্যন্ত রেললাইনের পশ্চিম দিয়ে নির্মাণ করা হয়েছে আঞ্চলিক মহাসড়ক। এ মহাসড়ক নির্মাণের ফলে নওগাঁর রাণীনগর, আত্রাই, রাজশাহীর বাগমারা ও নাটোরের নলডাঙ্গা উপজেলার লাখ লাখ মানুষের যোগাযোগের দুর্ভোগ লাঘব হয়েছে এবং তাদের জীবন যাত্রার মান পাল্টে গেছে। ফলে এসব এলাকার ডাল রাস্তাগুলোরও গুরুত্ব অনেক বেড়ে গেছে।
এদিকে রাণীনগর উপজেলার গোণা বাজার থেকে একটি মেটো রাস্তা আঞ্চলিক মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। বেতগাড়ি থেকে গোণা বাজার পর্যন্ত রাস্তাটি পাকা করা হলেও আঞ্চলিক মহাসড়কের সাথে সংযুক্ত মাত্র আধা কিলোমিটার রাস্তা পাকা না করায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা জমে যায়। ফলে ওই এলাকার মানুষ তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে পারেন না।
গোণা গ্রামের শাহাদৎ হোসেন বলেন, এ রাস্তা দিয়ে ভবানীপুর, বয়েনা, লক্ষীপুর, গোণা এবং আত্রাই উপজেলার বহলা ও চাপড়াসহ বেশ কিছু গ্রামের লোকজন চলাচল করে থাকেন। এই আধাকিলোমিটার রাস্তা পাকা না করায় আমাদের চরম দুৃর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে এ দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। আঞ্চলিক মহাসড়ক নির্মিত হওয়ার পর এটি এখন জনগুরুত্বপূর্ণ রাস্তা হয়ে গেছে।
গোণা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, এ রাস্তাটি পাকা করণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যকেও একাধিকবার বলা হয়েছে। পাকা করণ না হলেও কমপক্ষে ইট দ্বারা হেরিংবোম করে জনদুর্ভোগ লাঘবের জন্য আমি চেষ্ট করে যাচ্ছি। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।