ধূমকেতু নিউজ ডেস্ক : পরপর দুই ম্যাচে হেরে আগেই টি-টোয়েন্টি ট্রফি হাতছাড়া করেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় হোয়াইটওয়াশ এড়াতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৯ উইকেটে ১২৯ রানে ইনিংস গুটায় সফরকারীরা। মগজধোলাই থেকে বাঁচতে হলে দুর্দান্ত বোলিং করতে হবে জিম্বাবুয়ের ক্রিকেটারদের।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে স্বাগতিক পাকিস্তান ক্রিকেট দল।
১৩০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১০ ওভারের খেলা শেষে এক উইকেট হারিয়ে ৬৯ রান। জয়ের জন্য শেষ ৬০ বলে প্রয়োজন মাত্র ৬১ রান।
মঙ্গলবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে উসমান কাদেরের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক চামু চিবাবা। এছাড়া ২২ বলে ২৮ রান করেন ডোনাল্ড তিরিপানো।
পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৩ রানে ৪ উইকেট শিকার করেন লেগ স্পিনার উসমান কাদির। আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেন ২৭ বছর বয়সী লাহোরে জন্মনেয়া এ ক্রিকেটার।