ধূমকেতু প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ।
সোমবার (১৩ জুন) সন্ধ্যায় নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তারা। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন জাতীয় পরিবেশ পদক-২০২১ লাভ করায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর ড. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য ইউনুস আলী, সহ-সভাপতি প্রফেসর ড. রওশন জাহিদ, প্রফেসর ড. গোলাম সারওয়ার, সদস্য আসাদুল, হাসানুজ্জামান, তুহিন আক্তার, জাহাঙ্গীর, শামসুন নাহার রনি, সাদিকুল ইসলাম প্রমুখ।